ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ফাইনালে রাতে মাঠে নামছে ব্রাজিল


প্রকাশ: 25/02/2024


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে বিচ সকার বিশ্বকাপ। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে টুর্নামেন্ট।  প্রতিযোগিতার ১২তম আসরে অংশ নিয়েছে ৬ মহাদেশের ১৬টি দেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের শিরোপা জিতেছে ব্রাজিল বিচ সকার ফুটবল দল। এবারও সেই পথেই এগোচ্ছে সেলেসাওরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটায় সেমিফাইনালের লড়াইয়ে নামে ব্রাজিল। ষষ্ঠ শিরোপার লক্ষ্যে খেলতে নামা ব্রাজিলের প্রতিপক্ষ প্রথম শিরোপার অপেক্ষায় থাকা ইতালি।

এশিয়ার দেশ ইরানের সঙ্গে দুর্দান্ত লড়াই করে শেষদিকে এসে জয়ের দেখা পায় সেলেসাওরা। মোট পাঁচ গোলের ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে ইরানকে হারিয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে ব্রাজিল। ইরানের আলী মীর শেখারি দলকে এগিয়ে নেন ০-১ গোলে। ম্যাচে সমতা ফেরানোর জন্য চেষ্টা করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে ইরান-ব্রাজিল দুই দলই গোলের দেখা পায়।

দ্বিতীয়ার্ধ শেষে ১-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে তৃতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। আলিসন গোল করলে ২-২ গোলে সমতায় ফেরে ব্রাজিল। ইরানের স্বপ্ন ভেঙে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রেন্দো। ইনাল ম্যাচে আজ রাত সাড়ে ৯টায় ইতালির বিপক্ষে নামবে ব্রাজিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭