ইনসাইড ইকোনমি

২৪ দিনে প্রবাসী আয় এলো ১৮ হাজার কোটি টাকা


প্রকাশ: 25/02/2024


Thumbnail

দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি মাসের প্রথম ২৩ দিনে এসেছে ১৬৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। গত জানুয়ারির প্রথম ২৩ দিনের চেয়ে যা ৮ কোটি বেশি। রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স। এসময়ে মোট পৌঁছেছে ১৬৪ কোটি ডলার। গত জানুয়ারির প্রথম ২৩ দিনে এসেছিল প্রায় ১৫৬ কোটি ডলার। ওই সময়ে দৈনিক আসে ৬ কোটি ৭৯ লাখ ডলার।
 
ফেব্রুয়ারি প্রথম ২৩ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ৩৪ লাখ ৮০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৪৯ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পৌঁছেছে ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। ৩ থেকে ৯ ফেব্রুয়ারি আসে ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া ১ থেকে ২ ফেব্রুয়ারি প্রবাসী আয় পৌঁছে ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বিদায়ী জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। বিগত ৭ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭