ইনসাইড গ্রাউন্ড

শেষ ভাগের লড়াইয়ের পূর্বে বিপিএলের সেরা ৫ ব্যাটার-বোলার


প্রকাশ: 26/02/2024


Thumbnail

প্রায় শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সব মিলিয়ে আর মাত্র বাকি ৪টি ম্যাচ। সিলেট, ঢাকা ও চট্টগ্রাম অধ্যায় শেষ করে আবারও ঢাকায় ফিরেই শেষ হয়েছে রাউন্ড রবিন লিগের খেলা। সেই সাথে চূড়ান্ত হয়েছে এবারের আসরের প্লে-অফের চার দল।

রাউন্ড রবিন লিগ শেষ হওয়ায় তিন দিনের বিরতি শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে  গড়াবে বিপিএল। শবে বরাতের কারণে পরিবর্তিত সূচিতে খেলা হবে এ পর্বের খেলা।

১২টি করে ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষে থেকে রংপুর, ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা এবং ৭টি করে জয়ে ১৪ করে পয়েন্ট নিয়ে বরিশাল ও চট্টগ্রাম ইতোমধ্যেই নিশ্চিত করেছে তাদের প্লে-অফ। প্লে-অফের লড়াইয়ের প্রস্তুতি নিতে সব দলের মধ্যে চলছে পরিকল্পনা।

এবারের আসরের শুরু থেকেই খেলোয়াড়দের পারফরম্যান্সে নেই কোন ঘাটতির ছাপ। তবুও ফর্মের হিসেব কষতে গেলে সমীকরণের দিক থেকে সেরাদের তালিকায় ঠাই পাচ্ছে বেশ কিছু নাম। আর সে অনুযায়ী এবারের আসরের রাউন্ড রবিন লিগ শেষে পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচ ব্যাটার ও সেরা পাঁচ বোলার নিয়ে আজকের আজকের প্রতিবেদন...


রাউন্ড রবিন লিগ শেষে ব্যাট হাতে শীর্ষ পাঁচ ক্রিকেটার-

১. তামিম ইকবাল

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল গ্রুপ পর্বের ১২ ম্যাচের সবকটি খেলে ১২৬.১২ স্ট্রাইকরেটে ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৯১ রান। তিনি রয়েছেন রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানে। তার সর্বোচ্চ ইনিংস ৭১ রান। 

২. তাওহীদ হৃদয়

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয় ১২ ম্যাচে ১৪৯.৬ স্ট্রাইকরেটে ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরিতে ৩৮৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১০৮ রান। 

৩. তানজিদ হাসান তামিম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। ১১ ম্যাচে ১৩৬.৪২ স্ট্রাইকরেটে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে ৩৮২ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ১১৬ রান।

৪. অ্যালেক্স রস

চতুর্থ স্থানটি দখলে নিয়েছেন দুর্দান্ত ঢাকার বিদেশি রিক্রুট অ্যালেক্স রস। তিনি ১১ ম্যাচে ১৩৪.৮৬ স্ট্রাইকরেটে ৪টি হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৩৫২ রান। 

৫. মুশফিকুর রহিম

ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পঞ্চম স্থানে। তিনি ১২ ম্যাচ খেলে ১২৩.৬২ স্ট্রাইকরেটে ৩টি হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৩১৪ রান। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৮ রান। 

রাউন্ড রবিন লিগ শেষে বল হাতে শীর্ষ পাঁচ বোলার-

১. শরিফুল ইসলাম

আসর থেকে সবার আগে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা। দলটির বাঁহাতি পেসার শরিফুল ইসলাম রয়েছেন উইকেটশিকারীর তালিকায় শীর্ষে। তিনি ১২ ম্যাচ থেকে ১৫.৮৬ গড়ে ২২ উইকেট তুলে নিয়েছেন। তার সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট।

২. সাকিব আল হাসান

দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। তিনি ১১ ম্যাচ থেকে ১৫.৫২ গড়ে ১৭ উইকেট তুলে নিয়েছেন। তার সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট। 

৩. মাহেদী হাসান

তৃতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের মাহেদী হাসান। তিনি ১২ ম্যাচ থেকে ১৬.৯৩ গড়ে ১৫ উইকেট তুলে নিয়েছেন। তার সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট। 

৪. বিলাল খান

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি রিক্রুট ওমানের বোলার বিলাল খান রয়েছেন চতুর্থ স্থানে। তিনি ১২ ম্যাচ থেকে ২৫.৭৮ গড়ে ১৪ উইকেট তুলে নিয়েছেন। তার সেরা বোলিং ২৪ চারে ৩ উইকেট। 

৫. হাসান মাহমুদ

পঞ্চম স্থান দখল করেছেন রংপুর রাইডার্সের তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি ১২ ম্যাচে ২৪.৭৬ গড়ে ১৩ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ২৯ রানে ৩ উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭