ওয়ার্ল্ড ইনসাইড

ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ১০


প্রকাশ: 26/02/2024


Thumbnail

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা কোনোক্রমেই থামছে না। এবার গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের হত্যা ও আহত করেছে তারা।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-জাজিরার দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে- ফিলিস্তিনিরা উত্তর গাজায় মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হওয়ার পর পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ত্রাণের জন্য অপেক্ষারত একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখণ্ডে কমপক্ষে ২৮ হাজার ৯৮৫ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১২৭ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭