ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে ইলেকট্রিক মিস্ত্রীকে মারধরের অভিযোগ


প্রকাশ: 26/02/2024


Thumbnail

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ফয়েজ কাজী (২৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মনির হোসেন রুবেল, টিটু, ইসমাইল ও মিজানসহ কয়েকজনের বিরুদ্ধে। এসময় ওই যুবকের সাথে থাকা নগদ টাকাও লুটে নেয়া তারা। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত ফয়েজকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ কাজী ও তার স্বজনরা মারধর ও টাকা লুটের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজারে এঘটনা ঘটে।

আহত ফয়েজ কাজী ওই ইউনিয়নের আলা বক্স চকিদার বাড়ির শাহজাহান কাজীর ছেলে ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।

অভিযুক্ত মনির হোসেন রুবেল দত্তপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, ইসমাঈল সাবেক ইউপি সদস্য আজিজ মেম্বারের ছেলে, টিটু ও মিজান এরা সবাই দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং একাধিক মামলার আসামী।

অভিযুক্ত মনির হোসেন রুবেল ও ইসমাঈল বলেন, সকালে দত্তপাড়া বাজারে মন্দিরের সামনে গাঁজা খাওয়া ও খারাপ ছেলেদের সাথে চলার অভিযোগে ফয়েজ কাজীকে হালকা মারধর করা হলেও অপর অভিযুক্তরা লাঠি দিয়ে মেরেছে বলে দাবি তাদের। 

আহত ফয়েজ কাজী ও হাসপাতালে অবস্থানরত তার স্বজনরা জানান, শবে বরাত উপলক্ষে সকালে গরুর মাংস কিনতে বাজারে যান ফয়েজ। এসময় বাজার কমিটির সভাপতি মনির তাকে ডাক দিলে সে মন্দিরের সামনে যায়। কোন কিছু বুঝে উঠার আগেই মনির ও আগে থেকে ওৎ পেতে থাকা ইসমাঈল, টিটু, মিজান ও মুখোশধারী এক যুবক ফয়েজকে লোহার পাইপে কাপড় বেধে মারধর শুরু করে। এসময় তার কাছে থাকা নগদ টাকাও লুটে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় চিকিৎসক কামরুলকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেয় তারা। এঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকির কথা জানান ফয়েজ । খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফয়েজকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যান। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে নিলে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করাতে বলেন পুলিশ, জানায় আহতের স্বজনরা। 

এদিকে সন্ধ্যায় ফয়েজের স্বজনরা থানায় অভিযোগ দিতে গেলে হামলায় অভিযুক্ত ও একাধিক মামলার আসামীরা এবার ফয়েজের স্বজনদের উপর চড়া হয়। এধরনের একটি ভিডিওতে বাজার কমিটির সভাপতি মনির হোসেন রুবেলকে থানা এলাকায় পুলিশের সামনে ফয়েজের স্বজনদের সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন বলেন, গাজা খেলে কিংবা কোন অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনী আছে। কয়েকজন যুবক সকালে এক যুবককে বাজারে মারধরের খবর পেয়ে তাদেরকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭