ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরটি গুজব


প্রকাশ: 26/02/2024


Thumbnail

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আসছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী! গত সোমবার দেশের বেশ কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর ক্রীড়াঙ্গণে এক প্রকার হৈ চৈ পড়ে গেছিলো। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাফুফের একটি সূত্র।

বিশ্বকাপ বাছাই সামনে মার্চের শুরুর দিকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। গত মাসে এ তথ্য জানিয়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বিভিন্ন প্রতিবেদনে সেই ক্যাম্পেই দলের সঙ্গে হামজার যোগ দেওয়ার কথা জানানো হয়।

এসব প্রতিবেদনে আরো বলা হয়, লেস্টার সিটি থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন এ ইংলিশ ফুটবলার। এ বিষয়ে ৮০ ভাগ কাজ গুছিয়ে এনেছে ফুটবল ফেডারেশন।

চুক্তিতে বেশকিছু বাধ্যবাধকতা থাকায় এই তারকা ফুটবলারকে পেতে সাবধানী অবস্থানে বাফুফে। তবে বাস্তবে এমন কিছু হয়নি বলেই জানিয়েছেন বাফুফে সূত্র।

হামজা চৌধুরীর নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে।

হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। তার বাংলাদেশে খেলার ব্যাপারে আগেও বেশ কয়েকবার গুঞ্জন ছড়ায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭