ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়ার পর ভারত আসবে বাংলাদেশে!


প্রকাশ: 26/02/2024


Thumbnail

চলতি বছরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আর সেটিকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন সব দেশের নারীরা।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মেয়েরাও প্রস্তুতি শুরু করলেও বেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক খেলার বাইরে রয়েছে তারা। মেয়েদের বয়সভিত্তিক দল কক্সবাজারে ত্রিদেশীয় সিরিজ খেললেও মূল দলের ক্রিকেটাররা খেলার বাইরেই আছেন।

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছে টাইগ্রেসরা। ১৬ মার্চ তিন ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশে আসার কথা অজিদের।

গত রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। চার দিনের সেই ক্যাম্প শেষে ক্রিকেটাররা যাবেন খুলনায়। সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশ দলের মেয়েরা।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজের পর আরও এক বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এপ্রিলের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে।

মূলত সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭