ইনসাইড বাংলাদেশ

নিয়মিত পদোন্নতি ও সুদমুক্ত ঋণে গাড়ি কিনতে চায় পুলিশ


প্রকাশ: 27/02/2024


Thumbnail

পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হবে। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে নিয়মিত পদোন্নতি ও নিয়মিত পদায়ন। সময়মতো পদোন্নতি নিশ্চিত করতে প্রয়োজনে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করার দাবি তোলা হবে। 

এর পাশাপাশি বিদেশি মিশনে পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া, ঝুঁকি ভাতা সর্বজনীন করা, সুদমুক্ত ঋণে ব্যক্তিগত গাড়ি কেনা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিও রয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৪। ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করবেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অন্যান্য ক্যাডার সার্ভিসে নিয়মিত পদায়ন হলেও পুলিশে পদোন্নতি–জট আছে। পদোন্নতি–জট কমাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ১৪০ এবং পুলিশ সুপার (এসপি) পদে ১৫০ জনকে সুপারনিউমারারি পদোন্নতি দেওয়া হয়। তবে এখনো তাদের পদায়ন করা যায়নি। ১৮ ফেব্রুয়ারি ১৪ জনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে ১০ জনই সুপারনিউমারারি। পদোন্নতির এই প্রক্রিয়া চলমান রাখার দাবি তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।

এদিকে নন–ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশনেরও প্রধান দাবি—নিয়মিত পদোন্নতি। পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব হাসান বলেন, একজন এসআই নিয়মিত পদোন্নতি পেলে ডিআইজি পর্যন্ত হতে পারেন। এখন পুলিশে এসআই থেকে পদোন্নতি পাওয়া একজনও ডিআইজি নেই। এমনকি ২০০ জনের বেশি এসপি থাকলেও এসআই থেকে পদোন্নতি পেয়ে একজনও এসপি হননি। নন–ক্যাডারে কেন পদোন্নতি হয় না—এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭