ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় পশুখাদ্য খেয়ে বিষক্রিয়ায় শিশুর প্রাণহানি


প্রকাশ: 28/02/2024


Thumbnail

জীবন বাঁচাতে আগাছা, পশু খাদ্য যা পারছে খাচ্ছে গাজাবাসী। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলে এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশু। পশুর খাদ্য দিয়ে তৈরি রুটি খেয়ে বমি করতে শুরু করে দুই ভাই। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় একজনের। চরম বিপর্যয় ঠেকাতে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহে ব্যবস্থা গ্রহণে, আবারও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, অপুষ্টি, পানিশূন্যতা ও বিষক্রিয়ায় চোখের সামনে মৃত্যু হতে পারে হাজার হাজার মানুষের। দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে গাজার কমপক্ষে ৫ লাখ ৭৬ হাজার মানুষ।

মঙ্গলবার, নিরাপত্তা পরিষদের অধিবেশনে এমন শঙ্কা জানান জাতিসংঘের ত্রাণ বিষয়ক কর্মকর্তা রমেশ রাজা সিংঘাম। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান তিনি।





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭