ওয়ার্ল্ড ইনসাইড

‘কে কি পোশাক পরবে সেটা তার নিজের পছন্দ’


প্রকাশ: 28/02/2024


Thumbnail

একজন নারী কি পোশাক পরবেন সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব পছন্দ, তার বিষয়। হিজাব ইস্যুতে এই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর।

'ভারত জোড়ো ন্যায় যাত্রা' এর অংশ হিসেবে গত সোমবার উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন রাহুল। সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় চলমান হিজাব বিতর্ক ইস্যু উত্থাপন করে এক নারী শিক্ষার্থীর প্রশ্ন ছিল 'আপনি যদি প্রধানমন্ত্রী হন তবে এই বিষয়টিকে কিভাবে দেখবেন?'

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল বলেন, 'একজন নারী কি পোশাক পরবেন সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব পছন্দ, তার বিষয়। এটা আমার অভিমত।'

তিনি আরও বলেন, 'আপনি কোন পোশাক পরবেন সেটা আপনার দায়িত্ব, আপনার সিদ্ধান্ত। আপনি কোন পোশাক পরবেন সেটা অন্য কেউ ঠিক করে দেবে- এটা আমি মনে করি না।'

গত ২০২২ সালে ভারতের কর্নাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন বিজেপি সরকার। সেসময় এই ইস্যুতে বিস্তর পানি ঘোলা হয় গোটা ভারতজুড়ে। সরকারের সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে কর্ণাটক হাইকোর্টে মামলা করা হয়। পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।

যদিও এরই মধ্যে কংগ্রেস রাজ্যটিতে ক্ষমতায় আসার পর গত বছরের অক্টোবর মাসে প্রতিযোগীতামূলক পরীক্ষায় নারীদের হিজাব পরার অনুমতি দেয়। এমনকি গত ডিসেম্বর মাসে রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা দেন স্কুল-কলেজে হিজাব পড়ার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তার সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেবে।

এরই মধ্যে রাহুলের এই মন্তব্য লোকসভা নির্বাচনে হিজাব বিতর্ক ফের উস্কে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭