ইনসাইড গ্রাউন্ড

গোল বাতিলের তালিকায় রিয়াল শীর্ষে, বার্সা কোথায়?


প্রকাশ: 28/02/2024


Thumbnail

রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা। লা লিগার এই দুই জায়ান্টের নাম শুনলেই যেন মাঠে খেলার মধ্যে এক যুদ্ধের চিত্র ভেসে আসে। সেই সাথে লড়াই চলে পয়েন্টস টেবিলেও।

এবার স্প্যানিশ এই লিগে গোল বাতিলের দিক থেকে দলগুলোর অবস্থান প্রকাশ করা হয়েছে। ভিএআর পর্যবেক্ষণের পর রেফারি এসব গোল বাতিল করে। সম্প্রতি ফুটবলের পরিসংখ্যান বিষয়ক এক্স অ্যাকাউন্ট মিস্টার চিপের দেওয়া এক পরিসংখ্যানে উঠে এসেছে এই বিষয়ক একটি চিত্র। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে, শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

যদিও এই পরিসংখ্যানটি ২০১৮-১৯ মৌসুমের। সেই মৌসুমে ২৭টি গোল বাতিল হয়েছে রিয়ালের। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই তালিকায় সাত নম্বরে অবস্থান করছে। বার্সার গোল বাতিল হয়েছিলো ১১টি।

তালিকায় রিয়ালের পরই সেভিয়ার অবস্থান। ১৬ গোল বাতিল হয়েছে তাদের। তৃতীয় নম্বরে অবস্থান করছে আতলেতিকো মাদ্রিদ। ১৪টি করে বাতিল গোল হয়েছে আতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার। ১৩ গোল নিয়ে পঞ্চম অবস্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ছয়ে থাকা সেল্তা ভিগোর বাতিল গোলের সংখ্যা ১২।

উল্লেখ্য, জানুয়ারি মাসে আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়সূচক গোলটি নিয়ে তুলকালাম হয়েছিলো। সেই সিদ্ধান্তকে বিভিন্ন মহল বিতর্কিত বলার পর থেকে পক্ষপাতিত্বের অভিযোগ জোরালো হয়। এর আগেও বহুবার লা লিগায় রেফারির সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হলে ভিএআর নিয়ে সমালোচনা শুরু হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭