ইনসাইড বাংলাদেশ

রাজশাহীতে টিসিবি পণ্যকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ


প্রকাশ: 28/02/2024


Thumbnail

রাজশাহীর বাঘায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কার্ডধারীরা পণ্য নিতে আসেন। এ সময় হেদাপতিপাড়া ও ভারালীপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছিলেন। ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন নামের একজন লাইনের আগে যেতে চায়। এতে হেদাতিপাড়া গ্রামের গোলাম রাব্বি কাজল আগে যেতে নিষেধ করেন।

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী বাঁশের লাঠি, হাঁসুয়া নিয়ে একে অপরের উপর ধাওয়া করে। বাঘার ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে হেদাতিপাড়া গ্রামে নফেল প্রামানিকের ছেলে গোলাম রাব্বি কাজল (২৫), আবদুল মজিদ প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৪০), সুরাপ আলী প্রামানিকের ছেলে হুমায়ন কবিরকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার বলেন, ‘টিসিবি পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। এ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে মিমাংসায় বসা হয়। এ সময় ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এসে হেদাতিপাড়া গ্রামের লোকজনের উপর হামলা করে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে’।

অপর দিকে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন দাবি করেন হেদাতিপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনের আগে যাওয়াকে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, টিসিবি পণ্য নেয়ার লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭