ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরের ফসলি জমির মাটি কাটার দায়ে ৬ মাসের দণ্ড


প্রকাশ: 28/02/2024


Thumbnail

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে সঞ্জয় কুমার দে (৪৩) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। এসময় দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত সঞ্জয় ওই এলাকার অরুন চন্দ্র দে এর ছেলে। 

সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। সঞ্জয় কুমার জমির উপরি ভাগের মাটি ইটভাটায় বিক্রি করে দেন। এ অপরাধে তাকে দণ্ড দেওয়া হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭