ইনসাইড বাংলাদেশ

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ মাউশির


প্রকাশ: 29/02/2024


Thumbnail

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এসব শিক্ষার্থীর সবাই ২০২৪ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীকে সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায় মাউশি।

এতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করার পর তা অনুসরণ না করে জানুয়ারি ২০১৭ সালের আগে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করে, যা বিধিবহির্ভূত। এছাড়া, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাউশিকে অবহিত করতেও বলা হয়।

প্রসঙ্গত, এর আগে ভিকারুননিসার দুজন শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে সংক্রান্ত একটি রিট করেন। রিটে বলা হয় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৫৯ জন শিক্ষার্থী ২০১৬ সালে ১০ জন শিক্ষার্থী ২০১৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু নীতিমালায় বলা হয়, ২০১৭ সালে জন্মগ্রহণকারীরা প্রথম শ্রেনীতে ভর্তির আবেদন করতে পারবে। এই রিটের শুনানি শেষে হাইকোর্ট আদেশ দিলে মাউশি সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে বয়স জালিয়াতি করে ভর্তির খবর বের হলেও এবারই ব্যবস্থা নিলো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭