ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় অপুষ্টিতে দিনে ৬ শিশুর মৃত্যু


প্রকাশ: 29/02/2024


Thumbnail


কামাল আদওয়ান হাসপাতালে চার জন এবং আল শিফা হাসপাতালে দুজনের মৃত্যু হয়। খাবার ও পানির অভাবে হাহাকার বাড়ছেই। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকা। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে গাজার চার ভাগের এক ভাগ কুয়া। বিশুদ্ধ পানির অভাবে ছড়াচ্ছে রোগবালাই। খাদ্য উৎপাদন নেই বললেই চলে। বিপর্যয়ের মুখে ১০ লাখ শিশু। হাসপাতাল ঘিরে বাড়ছে যুদ্ধ। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আল-আওয়াদা হাসপাতালেও বন্ধ কার্যক্রম।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আবারও অবিলম্বে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭