ইনসাইড বাংলাদেশ

তারেকের আপত্তিতে আটকে গেল মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2018


Thumbnail

নেতাদের সাথে তারেক জিয়ার মতদ্বৈততায় গতকাল রোববার গাজীপুর এবং খুলনার মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করতে পারেনি বিএনপি। তারেক তার পছন্দের প্রার্থীর ব্যাপারে অনঢ় অবস্থানে থাকলে দলের নেতারা বিভক্ত হয়ে পরেন। আজ সন্ধ্যায় বিএনপি আবার বৈঠকে বসবে। বিএনপির সূত্রে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গাজীপুরে বর্তমান মেয়র আবদুল মান্নানকে মনোনয়ন দিতে আগ্রহী। সিনিয়র নেতাদের একাংশ মনে করেন, তার একটা ভোট ব্যাংক রয়েছে। দলের ভেতর আলোচনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে ফোন করেন। তিনি গাজীপুরে মেয়র পদের জন্য আবদুল মান্নানের নাম প্রস্তাব করেন। মান্নানের নাম শুনে ক্ষেপে যান তারেক। তারেক বলেন ‘মান্নান সাহেবকে তো গত পাঁচ বছর কোন কর্মসূচীতে পাইনি। এসব লোককে নমিনেশন দিলে, পরে আন্দোলনে নেতা পাওয়া যাবে না।’ তারেক জিয়া ত্যাগী, পরিমিত এবং আন্দোলন সংগ্রামে পাওয়া যায়, এমন ব্যক্তিকে গাজীপুরে মনোনয়ন দেয়ার নির্দেশ দেন।’ বিএনপির একাধিক নেতা বলেছেন, তারেক জিয়া কারো নাম না বললেও হাসান উদ্দিন সরকারের পক্ষে ইংগিত করেছেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মান্নান প্রশ্নে বিভক্ত হয়ে পরেন। কিন্তু কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপির স্থায়ী কমিটি।


খুলনা নিয়ে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শুরুতে কিছুটা আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলোচনা হয়নি। বিএনপির একজন নেতা বলেছেন ‘মূলত: আমরা তিনজন সাম্ভাব্য প্রার্থীকে তালিকায় রেখেছি, এরা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, খুলনা বিএনপির সভাপতি শফিকুল আলম এবং বর্তমান মেয়র মনিরুজ্জামান। এখানে তারেক তার মতামত এখনও দেয়নি বলেই বিএনপি নেতারা জানিয়েছেন। তবে, এখানেও প্রার্থীপদে পরিবর্তন চান তারেক-এমন মত দিয়েছে তারেকের ঘনিষ্ঠরা।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭