ইনসাইড গ্রাউন্ড

অলিখিত ফাইনালে ‘সাকিব’দের হারিয়ে যা বললেন তামিম


প্রকাশ: 29/02/2024


Thumbnail

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু খেলার মাঠে নয় ব্যক্তিগত জীবনেও দারুণ বন্ধুত্ব দেখা যেত দুজনের মধ্যে। তবে এক সময়ের সেই বন্ধুত্বের সম্পর্ক বর্তমানে রূপ নিয়েছে তিক্ততায়।

এই তিক্ততা বেশ কয়েক মাস আগে থেকে থাকলেও গেল ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের এই দুই মহাতারকার দ্বন্দ্বের বিষয়টি দৃশ্যমান। এমনকি এই দ্বন্দ্বের উত্তাপ দেখা গেছে চলতি বিপিএলেও।

চলমান বিপিএলে একজন একটি দলের অধিনায়ক, আরেকজন নন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার কাছেই রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচ যেন হয়ে দাঁড়িয়েছিল এই দুই তারকার লড়াই।

টুর্নামেন্টজুড়ে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই মানেই চরম উত্তেজনা। লিগ পর্বে দুইবার মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় তারা। যেখানে সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনালে চলে গেছে তামিমের বরিশাল। সাকিব আল হাসানের দলকে ৬ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালের দল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ জয় শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন ভক্তদের সমর্থনের কথা, যা অন্য কোনো দলের থেকে অনেক বেশি। ফরচুন কাপ্তান বলেন, ‘বরিশালের হয়ে বিপিএলে এটা আমার প্রথম আসর। বরিশালের পক্ষে এত সমর্থন, আমি অবাক।’

এরপর তিনি বলেন, ‘আসলে এটা অবিশ্বাস্য। অনেক তারকা আছে অন্যান্য দলে, তবে আমরা যে সমর্থন পেয়েছি, তা অন্য কোনো দল পায়নি। শেষ ২-৩ ওভারে আমরা যেভাবে বল করেছি, আরও ভালো করা যেত। শামীম অসাধারণ কিছু শট খেলেছে। ওদের ১২৫ রানের মধ্যে আটকে রাখা উচিত ছিল।’

রংপুরকে আরও কম রানে আটকানো উচিত ছিল জানিয়ে তামিম বলেন, ‘টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দল এখানেই এগিয়ে গেছে। প্রথম ইনিংসে পেসারদের জন্য উইকেটে সহায়তা ছিল। তবে উইকেটে যতই সহায়তা থাকুক, ঠিক জায়গায় বল না করলে হবে না।’

বরিশাল টিম গেমেই এগিয়েছে জানিয়ে তামিম বলেন, ‘এমন টুর্নামেন্টে ১-২ জনের ওপর নির্ভর করলে হয় না। কোনো দিন আমি পারফর্ম করেছি, কখনো মুশফিক, কখনো মাহমুদউল্লাহ, কখনো অন্য কেউ। আরও একটা ম্যাচ আছে। কেউ একজন নিশ্চয়ই বিশেষ কিছু করে দলকে জেতাবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭