ওয়ার্ল্ড ইনসাইড

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের


প্রকাশ: 29/02/2024


Thumbnail

পবিত্র মাহে রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের ডানপন্থী এক মন্ত্রী ফিলিস্তিনের মুসল্লিদের রমজানে আল-আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি।


তিনি আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয় যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য উভয়পক্ষকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে উভয়পক্ষ বেশ কিছু শর্ত দিয়েছে। শর্ত অনুযায়ী গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল। 

অন্যদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার সময় হামাসের হাতে আটক হওয়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭