ইনসাইড গ্রাউন্ড

বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা: হাথুরুসিংহেকে মুশফিকের জবাব


প্রকাশ: 29/02/2024


Thumbnail

অন্যান্য দেশের মতোই বাংলাদেশ ক্রিকেটেরও ঘরোয়া সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুর দিকে এই লিগের জনপ্রিয়তা ছিলো শীর্ষে। তবে যত দিন গড়িয়েছে ততই এর জনপ্রিয়তা নেমেছে তলানিতে।

সম্প্রতি ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় তিনি বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। যেখানে তিনি বলেছেন, বিপিএল কোনো বিশ্বমানের লিগ নয়। এটি দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন। এছাড়াও দেশের একমাত্র এই ফ্রাঞ্চাইজি লিগকে সার্কাসের সঙ্গেও তুলনা করে লঙ্কান এই কোচ।

হাথুরুর এমন মন্তব্যের পর এ নিয়ে বেশ সমালোচনা চলছে। এবার লঙ্কান এই কোচের এমন মন্তব্যের জবাব দিলেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরের বিপক্ষে বরিশালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মুশফিক।

এর উত্তরে তিনি বলেন, ‘প্রথম কথা যদি বলেন ভাই, বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার মোদ্দাকথা। এখানে (এক মৌসুমে) যে পারিশ্রমিক পায় (খেলোয়াড়েরা), জাতীয় দলে দু-তিন বছর যদি শীর্ষপর্যায়ের বেতন পান, তাহলে হয়তো (এর সমান) আয় করতে পারবেন। এমনই সরল। এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক থেকে চিন্তা করেন! কোনো খেলোয়াড়ই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রীত থেকে ঘরে বসে খেলা দেখতে।’

২০১২ সালে শুরু হয় বিপিএল। আগের ৯ আসর মানেই বিতর্কের ভাণ্ডার। উইকেট, ব্রডকাস্টিং, আম্পায়ারিং, ডিআরএস ইস্যু- বিতর্ক লেগেই আছে। তবে বরাবরই ইতিবাচক মুশফিক বলেন, ‘কোয়ালিটি অনেক উঁচুতে। হ্যাঁ, এটা বলতে পারেন যে ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে। এই বছর অনেক ভালো ছিল পিচ। খেলার কোয়ালিটি অনেক ভালো হয়েছে আগের তুলনায়। যারা বলেছে তারা কোন মর্মে বলেছেন তাদের জিজ্ঞেস করেন। বিপিএলের কোয়ালিটি বলেন সবকিছু উন্নত হয়েছে।’

এরপরও সমালোচনার কারণ বুঝতে পারছেন না মুশফিক, ‘আমার মনে হয় এটা যারা বলেছেন, তারা কোন মর্মে বলেছেন, তাদের গিয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার কাছে মনে হয়, বিপিএলের মান থেকে শুরু করে সবকিছুই উন্নত হচ্ছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭