ইনসাইড বাংলাদেশ

নেপথ্যে বিএনপি-জামাত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2018


Thumbnail

হঠাৎ করে সহিংস হয়ে ওঠা কোটা সংস্কার আন্দোলনের পেছনে বিএনপি-জামাতের মদদ আছে বলে মনে করছে একাধিক গোয়েন্দা সংস্থা। গতকাল রোববারে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। রাতে পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করে দিলেও মধ্যরাতে তাঁরা আবার জড়ো হয় এবং সহিংস হয়ে ওঠে। রাত দেড়টার দিকে তারা উপাচার্যের বাসভবনে নজিরবিহীন কায়দায় হামলা করে। সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার সংক্রান্ত মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এই প্রসঙ্গ উত্থাপন করেন। দলের সাধারণ সম্পাদকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। সে অনুযায়ী আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয় যে, সোমবার সকাল ১১ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আন্দোলনকারীদের   নেতাদের বৈঠকের সময়ও নির্ধারণ করা হয়। তারপর মধ্যরাতে সন্ত্রাসী কায়দায় আন্দোলন কেন? এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বিএনপি-জামাতের ছাত্র সংগঠন দুটি আন্দোলনকে সহিংস করার ক্ষেত্রে উস্কানি দিচ্ছে। ওই সূত্রমতে, সরকার বিরোধী আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি সারাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য শিক্ষার্থীদের বেছে নিয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘কোটা সংস্কারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো সম্পর্ক নেই। তাঁর মানে বোঝা যায়, এই আন্দোলনের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।’ এ ব্যাপারে তদন্ত চলছে, শিগগিরই ষড়যন্ত্রের রহস্য উন্মোচিত হবে বলেও জানিয়েছে গোয়েন্দারা।

বাংলা ইনসাইডার

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭