ইনসাইড গ্রাউন্ড

পূর্বনির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশে শ্রীলংকা দল


প্রকাশ: 29/02/2024


Thumbnail

টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলতে পূর্বনির্ধারিত সময়ের একদিন আগেই ঢাকায় পা রেখেছেন লঙ্কানরা। আগামীকাল শুক্রবার (১ মার্চ) বাংলাদেশে আসার কথা থাকলেও বৃহস্পতিবারই ২৭ জনের বহর নিয়ে ঢাকায় পৌঁছায় তারা।

সেখান থেকে এবার তাদের গন্তব্য সিলেট। এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগামী ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।

এছাড়াও ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

আর সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।

এদিকে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ সিলেটে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ স্কোয়াডের একাংশের। আগামীকাল বিপিএলের ফাইনাল শেষে বাকি ক্রিকেটাররা দলে যোগ দেবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭