ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদির প্রথম জনসভা পশ্চিমবঙ্গে


প্রকাশ: 01/03/2024


Thumbnail

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পশ্চিমবঙ্গ সফর এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সভা শুরু করতে চলেছেন।  

শুক্রবার(১ মার্চ) তিনি হুগলি জেলার আরামবাগে একটি জনসভায় বক্তৃতা দেবেন। এটিই হবে পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনের আগে তার প্রথম রাজনৈতিক বক্তৃতা। 

আরামবাগ থেকে তিনি হেলিকপ্টারে কলকাতায় ফিরে রাত যাপন করবেন রাজভবনে। আগামীকাল শনিবার তিনি যাবেন নদীয়া জেলার কৃষ্ণনগরে এবং সেখানে দ্বিতীয় জনসভায় ভাষণ দেবেন। নদীয়া থেকে তিনি যাবেন বিহারে।

এর আগে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও পশ্চিমবঙ্গে ২০টির বেশি জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৮টি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭