ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কে পাবে কত টাকা?


প্রকাশ: 01/03/2024


Thumbnail

টানা ৪৫ ম্যাচের লড়াই শেষে প্রস্তুত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শিরোপার লড়াইয়ের মঞ্চ। আসরের শুরু থেকেই ক্রীড়াপ্রেমীদের বিভিন্ন মত-দ্বিমত, আলোচনা-সমালোচনা থাকলেও পরিশেষে শীর্ষ দুই দলই পৌঁছেছে শিরোপার লড়াইয়ের মঞ্চে। সেই সাথে নির্ধারিত হয়েছে শেষ লড়াইয়ের দিনক্ষণও।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠে গড়াবে শিরোপা নির্ধারণীর লড়াই। যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

ফাইনালের মঞ্চ প্রস্তুত হবার পর থেকেই বিপিএলের দশম শিরোপা উঠছে কার ঘরে, এমন প্রশ্নে চলছে নানা গুঞ্জন। কারণ প্রথম ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই শ্রেষ্ঠত্বের খেতাব জিতেছে চারবার। আর বিপিএলে বরিশাল এর আগে ফাইনাল খেললেও ঝুলিতে নেই ট্রফি। তাই এবার শেষ লড়াইটাও জমবে বেশ, এমনটাই ধারণা সকলের।

এবার দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ঘোষিত এবারের আসরের প্রাইজমানি গত আসরের মতোই থাকছে। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। এছাড়া রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:


প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক:  ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার:  ৩ লাখ টাকা

রানার-আপ দল: ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭