ইনসাইড গ্রাউন্ড

বিপিএল ফাইনাল নিয়ে জার্মানের ক্লাব বায়ার্নের পোস্ট


প্রকাশ: 01/03/2024


Thumbnail

অবশেষে পর্দা নামতে চলেছে প্রায় দেড়মাস ধরে চলা বিপিএলের দশম আসরের। কারণ এখন বাকি কেবলই ফাইনাল। যা মাঠে গড়াবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই ফাইনালকে ঘিরে দর্শকের মাঝে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ফাইনালে কে জিতবে শিরোপা তা নিয়ে যেমন মাতামাতি চলছে দুই দলের ভক্তদের মাঝে, ঠিক তেমনই টুর্নামেন্ট সেরার খেতাব কে পাবে তা নিয়েও চলছে সমানে সমান উত্তেজনা।

এর মাঝে বিপিএলের ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে জার্মানি ক্লাব এফসি বায়ার্ন মিউনিখ। শুক্রবার (১ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বায়ার্ন মিউনিখ লিখেছে, বিপিএলের ফাইনালের দিন আজ। হ্যারি কেনের কোন দলে যোগ দেওয়া উচিত?

বিপিএল নিয়ে বায়ার্নের এমন পোস্টে বিস্মিত হয়েছে অনেকেই। যদিও সেই পোস্টটি শুধুমাত্র বাংলাদেশের মানুষই দেখার সুযোগ পাবে।

উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে। সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনাল খেলবে কুমিল্লা। এর আগে চারটি ফাইনালে খেলে সবগুলোতেই জিতেছে তারা। এমন দুর্দান্ত রেকর্ড ফাইনালের আগে কুমিল্লাকে মানসিকভাবে চাঙা রাখবে।

এদিকে তিনবার টুর্নামেন্টের ফাইনাল খেললেও সবক’টিতে হেরেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে ২০২২ সালে ফাইনালে উঠলেও রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে যায় বরিশাল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭