ইনসাইড গ্রাউন্ড

শিরোপার লড়াইয়ে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল


প্রকাশ: 01/03/2024


Thumbnail

বিপিএলের দশম আসরের শিরোপার লড়াইয়ের মঞ্চে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টসভাগ্য সহায় হয়েছে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের।

ফাইনালের এই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। অর্থাৎ লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথমে ব্যাট করবে।

বিপিএলে এখন পর্যন্ত চারবার ফাইনালে উঠে কখনোই হারেনি কুমিল্লা। আর তিনবার ফাইনাল খেললেও বরিশাল বিভাগে কখনো যায়নি বিপিএলের ট্রফি। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে? নিজেদের না পারার ইতিহাস পাল্টাতে পারবে বরিশাল?

শুক্রবার সন্ধ্যায় শেরে বাংলায় এবারের বিপিএল ফাইনালে জিততে হলে ইতিহাস বদলাতে হবে বরিশালকে। তামিম ইকবালের দল চ্যাম্পিয়ন হলেই বিপিএলে রচিত হবে নতুন ইতিহাস।

পাশাপাশি এই ফাইনালে আছে আরও এক অর্জনের হাতছানি। ইতিহাস জানাচ্ছে, বরিশালের দুই সিনিয়র সদস্য এবং ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ আগে কখনো বিপিএল ট্রফি জেতেননি।

সব ছাপিয়ে একটাই প্রশ্ন, কুমিল্লার পঞ্চম শিরোপা নাকি বরিশালের প্রথম? উত্তরটা মিলবে ম্যাচ শেষেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭