ইনসাইড বাংলাদেশ

‘কোটা আন্দোলনের পেছনে অন্য ষড়যন্ত্র থাকতে পারে’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/04/2018


Thumbnail

মন্ত্রিপরিষদের বৈঠকে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা শুধু কোটা নিয়ে আন্দোলন না এর পেছনে অন্য ষড়যন্ত্র থাকতে পারে। এই বিষয়ে তদন্তের কথা বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘যদি শুধু নিরীহ ছাত্ররা আন্দোলন করে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তো হামলা হওয়ার কথা নয়। ভিসির সঙ্গে আমার কথা হয়েছে। ভিসিও বলেছেন এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য আছে।’  

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে অনেক রকম ষড়যন্ত্র হবে চক্রান্ত হবে, সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে। সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

উল্লেখ্য, রোববার বিকেল থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। সন্ধ্যার পর আন্দোলন সহিংস রূপ নেয়। রাতে ভিসির বাসভবনে হামলা চালানো হয়। ভিসির বাসভবন ভাঙচুর হয়। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চলে।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭