ইনসাইড গ্রাউন্ড

বরিশালের বোলারদের তোপের মুখে ধুঁকছে কুমিল্লা


প্রকাশ: 01/03/2024


Thumbnail

চলছে বিপিএলের দশম আসরের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ের মঞ্চে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ ম্যাচে শুরুতেই ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে ধুঁকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেটে ৯৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার (১ মার্চ) টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারিন ও লিটন দাস। প্রথম ওভারেই মাত্র ৫ রানে আউট হন নারিন।

কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম কোয়ালিফায়ার জয়ের নায়ক ও কুমিল্লার অধিনায়ক লিটন দাসও আজ ব্যর্থ। ফেরেন মাত্র ১৬ রানে।

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জনসন চার্লস। তবে এ ক্যারিবিয়ান ব্যাটারও ১৫ রানের বেশি করতে পারেননি। মঈন আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও রান আউট হয়ে সাজঘরে ফেরেন মঈন আলীও। বর্তমানে ক্রিজে রয়েছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭