ইনসাইড বাংলাদেশ

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন


প্রকাশ: 01/03/2024


Thumbnail

শপথ নেওয়া নতুন সাতজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়ানোর পর তাদের দপ্তর বণ্টন হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ৭ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

পরিকল্পনা মন্ত্রণালয়—মো. শহীদুজ্জামান সরকার

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ—মো. আব্দুল ওয়াদুদ দারা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়—মো. নজরুল ইসলাম চৌধুরী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়—ডা. রোকেয়া সুলতানা

শিক্ষা মন্ত্রণালয়—বেগম শামসুন নাহার

অর্থ মন্ত্রণালয়—বেগম ওয়াসিকা আয়শা খান

সংস্কৃতি মন্ত্রণালয়—বেগম নাহিদ ইজাহার খান
 
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ নতুন করে ৭ জন যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার দাড়াল ৪৪ জনে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭