ওয়ার্ল্ড ইনসাইড

আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দ.কোরিয়া সরকারের


প্রকাশ: 02/03/2024


Thumbnail

দক্ষিণ কোরিয়ায় আন্দোলনরত ১৩ চিকিৎসককে কাজে ফেরার আদেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার(১ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।  

মূলত ৯ হাজার চিকিৎসকের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাই কাজে ফেরার আদেশ পেয়েছেন। 

এভাবে আদেশ জারি চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কঠোর অবস্থানকেই নির্দেশ করে। স্বাস্থ্যব্যবস্থার সংস্কার দাবি করে দেশটিতে চিকিৎসকরা আন্দোলন করছেন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৩ চিকিৎসকের লাইসেন্স নাম্বার ও হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছে। তাদের কাজে ফিরতে বলা হয়েছে, অন্যথায় লাইসেন্স বাতিল অথবা সাজার মুখোমুখি হতে হবে।

এর আগে দেশটির সরকার কাজে ফেরার জন্য চিকিৎসকদের বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রায় নয় হাজারের মতো চিকিৎসক কাজে ফেরার আহ্বানকে উপেক্ষা করেছেন।

এদিকে চিকিৎসকরা রবিবার সরকারের মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭