ওয়ার্ল্ড ইনসাইড

রমজানের আগে যুদ্ধবিরতির ইঙ্গিত বাইডেনের


প্রকাশ: 02/03/2024


Thumbnail

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন রমজান মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হতে পারে।

যদিও সম্প্রতি বাইডেন বলেছিলেন আমরা যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এই সপ্তাহেই তা কার্যকরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রমজানের মধ্যে কার্যকরে আমি আশাবাদী। আগামী ১০ মার্চ রমজান শুরু হবে।

হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমি আশাবাদী, এটি বাস্তবায়নে আমরা কাজ করছি।

যুদ্ধবিরতি কখন কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে গত সপ্তাহে বাইডেন আইসক্রিম হাতে বলেন, আশা করছি এই সপ্তাহের শেষের দিকে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতির কাছাকাছি এবং এটি আগামী সোমবারে কার্যকর হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭