ওয়ার্ল্ড ইনসাইড

মস্কোয় সমাহিত অ্যালেক্স নাভালনি


প্রকাশ: 02/03/2024


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং দেশটির বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে মস্কোয় সমাহিত করা হয়েছে। এর আগে মস্কোর একটি গির্জায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শুক্রবার (১ মার্চ)স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার রাজধানীর মস্কোর মেরিনোতে মাদার অফ গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে তাকে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হয়।

আলেক্সি নাভালনির শেষকৃত্য উপলক্ষে তার হাজার হাজার সমর্থক চার্চ এলাকায় সমবেত হয়ে, ‘কারাগারে নাভালনির মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না’ বলে স্লোগান দিতে থাকেন। কারাগারে বিরোধী এই নেতার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন সমবেত জনতা। নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা। নাভালনির কপালে চুমু খেয়ে শেষ বিদায় জানান তার বাবা-মা।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে আকস্মিক মারা যান ৪৬ বছর বয়সী আলেক্সি নাভালনি। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে নাভালনির।

তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭