ইনসাইড বাংলাদেশ

এক মাসে বই বিক্রি হল ৬০ কোটি টাকার


প্রকাশ: 02/03/2024


Thumbnail

এ বছর অমর একুশে বইমেলায় ৬০ কোটির বেশি টাকার বই বিক্রি হয়েছে। নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি। গত বছর বই বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৭৩০টি৷

শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ৷

বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
 
এবার ১ মার্চ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি রশিদ যুক্ত করে কমপক্ষে ৬০ কোটি টাকার বই বিক্রি হয় বলে জানানো হয়।
  
২০২৩ সালে বাংলা একাডেমিই শুধুমাত্র ২৮দিনে ১ কোটি ৩৩ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১ মার্চ পর্যন্ত ৩০ দিনে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি হয়। আর সমগ্র মেলায় বই বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার। মেলার শেষ দিনের  শনিবার (২ মার্চ) হিসাব এখনো আসেনি।  
 
২০২২ সমগ্র মেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ২৭ ফেব্রুয়ারি সম্ভাব্য বিক্রি যুক্ত করে কমপক্ষে ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭