ওয়ার্ল্ড ইনসাইড

সিরিয়ায় নৌসেনা নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের


প্রকাশ: 03/03/2024


Thumbnail

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি নৌসেনা নিহতের ঘটনায় ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে।

এক বিবৃতিতে ইরানের  বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, এই অপরাধের এজেন্ট ও অপরাধীদের ওপর প্রতিশোধ নেওয়ার অধিকার ইরানের রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে রবিবার দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে কর্নেল রেজা জারাইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে ৪০ বছর বয়সী রেজা জারাইয়েকে আইআরজিসির নৌবাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং সিরিয়ায় ‘সামরিক উপদেষ্টা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত অপর দুজন লেবাননের হিজবুল্লাহর সদস্য।

গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়া ও লেবাননে ইরান ও লেবাননের সেনাদের ওপর গুপ্তহত্যার চেষ্টা জোরদার করেছে ইসরায়েল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭