ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীরা আজ বসবেন


প্রকাশ: 03/03/2024


Thumbnail

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা আজ রোববার মিসরের রাজধানী কায়রোতে আবার মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। আলোচনার বিষয়ে ওয়াকিবহাল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

পবিত্র রমজান মাসের আগেই গাজায় যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ অনেক বেড়েছে।

আজ কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল আসবে বলে আশা করা হচ্ছে। মিসরের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল আরেকটি সূত্র বলেছে, যেসব জিম্মি এখনো জীবিত আছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েল প্রতিনিধিদল পাঠাবে না।

ইসরায়েল-হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি হয়েছিল গত নভেম্বরে। নভেম্বরের পর প্রথম বিরতির আশা গত সপ্তাহে বেড়েছে। মিসর ও কাতারের মধ্যস্থতায় দোহায় আগের দফার আলোচনার পর এই আশা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চুক্তি কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছেন।

অস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে অবশ্যই যুদ্ধ চিরতরে শেষ করার প্রক্রিয়া শুরু হতে হবে—এই অবস্থান থেকে হামাস পিছু হটেনি। মিসরীয় একাধিক সূত্র ও হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তবে মিসরীয় সূত্র জানিয়েছে, হামাসকে এই বলে আশ্বাস দেওয়া হয়েছে যে, একটি স্থায়ী যুদ্ধবিরতি শর্ত নিয়ে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপে কাজ করা হবে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭