ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকার বিপক্ষে টি-২০ তে আলিসের স্থানে জাকের


প্রকাশ: 03/03/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর নিয়ে প্রায় দেড়মাস যাবত বেশ ব্যস্ত সময় পার করেছে দেশের ক্রীড়াঙ্গণ। গত ১ মার্চ পর্দা নেমেছে এবারের বিপিএলের। আর সেই সাথে শুরু হয়েছে টাইগারদের জাতীয় দলের ব্যস্ততাও।

সদ্য মাঠে গড়াতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন এবারের বিপিএলে চমক দেখানো আলিস আল ইসলাম। তবে রহস্যময় এই স্পিনারকে ভাগ্য সঙ্গ দিচ্ছে না। দলে যোগ দেওয়ার আগেই চোটে পড়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিপিএল খেলার সময় চোট পেয়েছিলেন আলিস। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলার ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। চোটে পড়ার আগে কুমিল্লার হয়ে ৮ ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন এ বোলার।

আলিসের আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজে খেলা হচ্ছে না তার। এই সুবাদে আলিসের বিকল্প হিসেবে বেশ কিছু নাম ঘুরে ফিরে এসেছে। যে তালিকায় সবচেয়ে বড় দুই নাম ছিল জাকের আলী এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

জাকের আলী অবশ্য পুরোদস্তুর ব্যাটার। টি-২০ তে ফিনিশার রোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ কিছু ম্যাচে সাহায্য করেছিলেন জাকের। তাকে দলে না দেওয়ার জন্য নির্বাচকদের নিয়ে প্রশ্নও তুলেছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদিন। শেষ পর্যন্ত আলিসের বদলি হিসেবে সুযোগ পেলেন জাকের।

শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্রিকেটার। এবারের বিপিএলে ১৪ ম্যাচ খেললেও ব্যাটিং পেয়েছেন ১০ ইনিংসে।

১০ ইনিংসে ৯৯.৫ গড় ও ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন জাকের। এ অবস্থায় লংকা সিরিজে তার অভিষিক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আলিস না পারলেও জাকের জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখতেই পারেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭