ইনসাইড গ্রাউন্ড

আকস্মিকভাবে অবসরে আরচ্যারি দলের পোস্টার বয় রোমান


প্রকাশ: 03/03/2024


Thumbnail

বাংলাদেশের আরচ্যারি দলের পোস্টার বয় রোমান সানা। ২০১৯ বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সাফল্য রাতারাতি তারকায় পরিণত করেছিল তাকে। তবে এবার হঠাৎ করেই অবসর নিয়েছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যক্তিগত।

জানা গেছে, বাংলাদেশ আরচ্যারি দল থেকে আকস্মিকভাবে অবসরের সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফেডারেশনকে জানিয়েছেন তিনি। চিঠি পাওয়ার ব্যাপারটি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

ফেডারেশনকে দেওয়া চিঠিতে অবসরের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন রোমান সানা। রাজীবউদ্দিন আহমেদ বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা রোমান সানাকে সিদ্ধান্তটি পুনর্বিবেবচনার করার জন্য অনুরোধ করেছিলাম। সে তার সিদ্ধান্তে অনড়।’

মূলত ২০১৯ বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সাফল্যই রোমান সানাকে রাতারাতি তারকায় পরিণত করে। ২০২২ সালে এক সতীর্থ আরচ্যারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। যদিও শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

গত সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি রোমান সানা। বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো যাচ্ছে না। এরই মাঝে অবসর নিলেন দেশের এই তারকা আরচ্যার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭