ইনসাইড ইকোনমি

৮ মাসে সর্বোচ্চ প্রবাসী আয় ফেব্রুয়ারিতে


প্রকাশ: 03/03/2024


Thumbnail

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে চমক দেখা গেছে। আলোচ্য মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ২৩ হাজার ৮০০ কোটি টাকা। এর আগে গত জুনে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 

এতে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে তারা পাঠান ১৯৯ কোটি ডলার। আগের মাস নভেম্বরে আসে ১৯৩ কোটি ডলার। অক্টোবরে পৌঁছে ১৯৭ কোটি ডলার। আর সেপ্টেম্বরে এসেছিল ১৩৩ কোটি ডলার।   

এছাড়া গত বছরের জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ডলার, মে’তে ১৬৯ কোটি ডলার, জুনে  ২২০ কোটি ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স আসে।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। তাছাড়া ২০২০-২১ অর্থবছরে পৌঁছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। দেশের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭