ইনসাইড গ্রাউন্ড

নতুন অধিনায়ক শান্তর প্রত্যাশা ট্রফি জয়ের


প্রকাশ: 03/03/2024


Thumbnail

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে নির্বাচক প্যানেলের পাশাপাশি পরিবর্তন আসে জাতীয় দলের অধিনায়কত্বেও। সাকিব আল হাসানের জায়গায় তিন ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তকে।

এতদিন দেশের ক্রীড়াঙ্গণ ব্যস্ত ছিল বিপিএল নিয়ে। তবে গত ১ মার্চ পর্দা নেমেছে ঘরোয়া ক্রিকেটের দশম আসরের। কিন্তু দেড়মাস ধরে চলা এই লিগ শেষ করেও বিশ্রাম নেই টাইগার ক্রিকেটারদের। তিনদিন পরই আবারও মাঠে নামছে তারা। তবে এবার জাতীয় দলের জার্সিতে।

আগামীকাল সোমবার (৪ মার্চ) থেকে দেশের মাটিতেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ। আর এই শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পথচলা। পূর্ণ দায়িত্ব পেয়ে মাঠে নামার আগে শান্ত নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। অধিনায়ক হিসেবে টেস্টে জয় আর ওয়ানডেতে ট্রফি জিততে চান তিনি।

এ সিরিজের আগে রোববার সংবাদ সম্মেলনে কথা বলেছেন শান্ত। সেখানেই নিজের ভিশনের কথা জানালেন বাংলাদেশের নতুন অধিনায়ক।

শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় না যে, টেস্টে খুব বেশি ইম্প্রুভ করেছি। বাট আগে যে অবস্থায় ছিলাম, তার থেকে ভালো খেলা শুরু হয়েছে। বাট এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই, হোমে যে ম্যাচগুলো হবে, ওই ম্যাচগুলোয়, ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি।’

এরপর তিনি বলেন, ‘টেস্ট খেলার যে গুরুত্বটা, এটা যেন সবার মাঝে ভালোভাবে বিল্ডআপ হয়। আমি যখন দেশের বাইরে যাব, দেশের বাইরের টিমগুলোর সাথে যেন আমরা কম্পিট করতে পারি। এটা একটা দিক।’

ওয়ানডেতে অনেক আগে থেকেই বাংলাদেশকে ভালো দল বলা হয়। শান্তও স্বীকার করলেন এই কথা। যদিও এই ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছাড়া আর কোনো বড় অর্জন নেই টাইগারদের। সেই অচলায়তন ভাঙতে চান শান্ত।

বাংলাদেশ ক্যাপ্টেন বলেন, ‘ওয়ানডেতে আমরা মাশাআল্লাহ ভালো করতেছি। বাট আমার কাছে মনে হয়, এজ অ্যা টিম হিসেবে আমরা বড় কোনো টুর্নামেন্ট (ট্রফি) পাই নাই। তো ওই প্ল্যানটা নিয়েই আগাব, যে কীভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো খেলতে পারি, বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭