ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সে সাংবিধানিক বৈধতা পাচ্ছে গর্ভপাতের অধিকার


প্রকাশ: 04/03/2024


Thumbnail

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্সের সংবিধানে গর্ভপাতের অধিকারকে বৈধতা দিতে যাচ্ছে ফ্রান্স। সোমবার (৩ মার্চ) দেশটির আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা এই ইস্যুতে বিশেষ একটি অধিবেশনে বসবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতোমধ্যেই এই আইনটি সম্পর্কে অবগত। খবর বিবিসির।

দেশটির পার্লামেন্টের একজন বামপন্থী সংসদ সদস্য বলেছেন, এই ইস্যুতে আমাদের সবার ঐক্য ঘোষণা করতে পারাটা হবে একটি বড় স্বস্তির বিষয়। রেনেসাঁ বিপ্লবের সময়েও অনেক উত্তেজনা ছিল, বিরোধিতা ছিল। কিন্তু এখন আমরা নিজেদের মূল্যবোধ নিয়ে আরও বেশি সচেতন।

যদি আগামীকাল পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবটি তিন-পঞ্চমাংশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে এটি আইনে পরিণত হবে। এতে দেশটির ১৯৫৮ সালের সংবিধান সংশোধিত হয়ে নারীদের গর্ভপাতের স্বাধীনতা দেয়া হবে। এটি হবে ২০০৮ সালের পর প্রথমবারের মতো দেশটির সংবিধানের সংশোধন এবং সার্বিকভাবে পঞ্চম সংশোধনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭