ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে ভারতকে কাঁদানো প্যাট কামিন্স এবার হায়দরাবাদের নেতৃত্বে


প্রকাশ: 04/03/2024


Thumbnail

সদ্যই ভারতকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ভিরাট-রোহিতদের স্বপ্নেঙ্গের এ দিনের অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন প্যাট কামিন্স। এবার সেই কামিন্সই আসছেন ভারতের ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে।

চলতি মাসে অর্থাৎ মার্চ থেকেই শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের অন্যতম দল সানরাইজার্স হায়দরাবাদ। গত মৌসুমটা খুব বাজে কেটেছে সাবেক এই চ্যাম্পিয়নদের।

যে কারণে এবার নেতৃত্বে পরিবর্তন এনেছে দক্ষিণ ভারতের দলটি। অধিনায়ক হিসেবে  কামিন্সকে বেছে নিয়েছে তারা। ৩০ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার স্থলাভিষিক্ত হবেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের।

এবারের আইপিএল নিলাম থেকে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ। তারই জাতীয় দলের সতীর্থ ও ফাস্ট বোলার মিচেল স্টার্ককে পেতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা। তবে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটির বেশি দাম উঠেছিল কামিন্সেরই। যে রেকর্ড পরে ভাঙেন স্টার্ক।

হায়দরাবাদের সহযোগী ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ-কে টানা দুইবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ 'এসএ টোয়েন্টি'র শিরোপা জিতিয়েছেন মার্করাম। কিন্তু আইপিএলে গতবার নেতৃত্ব পেলেও সফল হতে পারেননি তিনি। একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক হিসেবে বড় ধরনের উত্থান ঘটে কামিন্সের।  

কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ভারতকে ফাইনালে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে। তবে আইপিএলে এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব নিচ্ছেন তিনি। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সে শুধু বোলার হিসেবে খেলেছেন। বল হাতে অবশ্য তেমন আহামরি সাফল্য পাননি। কিন্তু এক ম্যাচে ১৪ বলে ফিফটি হাঁকিয়ে চমকে দিয়েছেন তিনি, যা আইপিএলের ইতিহাসেই দ্রুততম ফিফটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭