ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ


প্রকাশ: 04/03/2024


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর নিয়ে প্রায় দেড়মাস যাবত বেশ ব্যস্ত সময় পার করেছে দেশের ক্রীড়াঙ্গণ। গত ১ মার্চ পর্দা নেমেছে এবারের বিপিএলের। আর সেই সাথে শুরু হয়েছে টাইগারদের জাতীয় দলের ব্যস্ততাও।

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ তে আজ (সোমবার) খেলতে নামছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে জয় দিয়ে শুরু করতে চায় স্বাগতিক টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজটি এ বছর বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।

ইতোমধ্যে বিশ্রাম নিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। টি-২০, ওয়ানডে ও টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজে খেলতে নামছে বিপিএল খেলার প্রস্তুতি নিয়ে। জাতীয় দলের সব ক্রিকেটার বিপিএলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে ছন্দে রয়েছেন। যদিও সাকিবকে মিস করবে দল। দুর্ভাগ্য অফ স্পিনার অ্যালিস ইসলামের। প্রথমবারের মতো ডাক পেয়েও আঙুলের ইনজুরিতে ছিটকে পড়েন। তার জায়গায় ডাক পান জাকের আলি অনিক।

এ ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিলেটের উইকেটে বাউন্স একটু বেশি। ব্যাটাররা সাবলীল স্ট্রোক খেলতে পারেন। একাদশে আজ তিন পেসার খেলবেন, মোটামুটি নিশ্চিত। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের খেলার সম্ভাবাই বেশি। তানজিম সাকিবের বসে থাকতে হবে সাজঘরে। এ ছাড়া তাইজুল ইসলামের সম্ভাবনা রয়েছে খেলার। ওপেনে এনামুল হক বিজয় ও লিটন দাস, ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্ত, ৪ নম্বরে তৌহিদ হৃদয়, পাঁচে মেহেদি হাসান মিরাজ, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাতে শেখ মেহেদি খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭