ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশির মৃত্যু


প্রকাশ: 04/03/2024


Thumbnail

মালয়েশিয়ার তামান পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মার্চ) এই দুর্ঘটনাটি ঘটে।  রাত ১০টা ৫৩ মিনিটের দিকে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল ওই তিন বাংলাদেশির মরদেহ রেললাইনের কাছে পড়ে থাকার খবর পান। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন বাংলাদেশির বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তাদের দেহ কাটা পড়েনি। তবে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তাদের দেহগুলো রেললাইনের পাশেই পড়ে ছিল। 

সোমবার (৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জেপিবিএম বিভাগ।  

বিভাগের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, মরদেহগুলো রাত ১২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭