ওয়ার্ল্ড ইনসাইড

কারাগার থেকে চার হাজার বন্দি পালানোর পর হাইতিতে কারফিউ জারি


প্রকাশ: 04/03/2024


Thumbnail

হাইতির বৃহত্তম দুই কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় চার হাজার বন্দি। কারাগার থেকে বন্দিরা পালানোর পর দেশটির সরকার কারফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাগার থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের খুঁজে বের করার জন্য ৭২ ঘণ্টার জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেছে হাইতি সরকার। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে খুনি, অপহরণকারী এবং অন্যান্য অপরাধে অভিযুক্তরা রয়েছেন।

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে, কারফিউ কার্যকর করতে এবং অপরাধীদেরকে গ্রেফতারে সব ধরনের আইনি উপায় ব্যবহার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বর্তমানে দেশটির অর্থমন্ত্রী প্যাট্রিক বোইসভার্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে জাতিসংঘ-সমর্থিত নিরাপত্তা বাহিনীর সমর্থন নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

বারবিকিউ নামে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা জিমি চেরিজিয়েরের নেতৃত্বে পরিচালিত গ্যাং এরিয়েল হেনরিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

ন্যাশনাল নেটওয়ার্ক ফর ডিফেন্স অব হিউম্যান রাইটসের পিয়েরে এস্পেরেন্স বলেছেন, শনিবার রাতে হামলার পর ন্যাশনাল পেনিটেনশিয়ারির প্রায় ৩ হাজার ৮০০ কয়েদির মধ্যে এখন কারাগারে অবস্থান করছে মাত্র ১০০ জন। সহিংসতায় অনেক বন্দি নিহত হয়েছেন বলেও জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭