ওয়ার্ল্ড ইনসাইড

আল্টিমেটামের সময় শেষ, দক্ষিণ কোরিয়ায় বাতিল হচ্ছে ডাক্তারদের লাইসেন্স


প্রকাশ: 04/03/2024


Thumbnail

দক্ষিণ কোরিয়া সরকারের দেয়া আল্টিমেটামের সময় শেষ। দেশটির প্রশাসন জানিয়েছে, যেসব ডাক্তাররা আন্দোলন ছেড়ে কাজে যোগদান না করবেন তাদের লাইন্সেস বাতিল করা হবে বলে। খবর আল জাজিরা

সরকার কর্তৃক মেডিকেল স্কুলে ছাত্রসংখ্যা বৃদ্ধির ঘোষণা দেয়ার পরই এর বিরোধীতা করে ৯ হাজার জুনিয়র ডাক্তার গত ২০ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ করছেন। তারা হাসপাতালের সব কাজ কর্ম ছেড়ে দিয়ে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

আন্দোলনকারী ডাক্তারদের দাবি, মেডিকেল স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর আগে তাদের বেতন বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত করতে হবে। 

এর আগে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী চো কিও হং বলেন, ডাক্তাররা হাসপাতালে ফিরেছেন কিনা তা দেখার জন্য কর্তৃপক্ষ হাসপাতাল পর্যবেক্ষণ করবেন। কোনো ডাক্তার যদি কর্মে না ফেরেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, যেসব ডাক্তার কাজে যোগদান করবেন না তাদের ক্যারিয়ার কঠিন হুমকির মুখে পড়বে। 

রোববার কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (কেএমএ) কর্তৃক বিক্ষোভের ডাক দেওয়ার পর সিউলের রাস্তায় শত শত ডাক্তার বিক্ষোভে অংশগ্রহণ করেন। যদিও সরকার ২৯ ফেব্রুয়ারির মধ্যে তাদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার সময়সীমা বেধে দিয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭