ওয়ার্ল্ড ইনসাইড

অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলা যৌন হয়রানি: কলকাতা হাইকোর্ট


প্রকাশ: 04/03/2024


Thumbnail

সম্প্রতি একটি মামলায় কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছেন, অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করা যৌন হয়রানির সামিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘ডার্লিং’ শব্দে যৌন ইঙ্গিত রয়েছে। তাই এই শব্দ ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন। এই শব্দের ব্যবহারকারীকে সাজাও দিয়েছেন আদালত। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, এটি ক্রিমিনাল অফেন্স। ইন্ডিয়ান প্যানেল কোডের ৩৫৪ এ ও ৫০৯ ধারা অনুযায়ী এটি অপরাধ।

মূল ঘটনাটি ঘটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অভিযুক্ত যুবক এক মহিলা কনস্টেবলের উদ্দেশে নেতিবাচক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠে। ২০১৫ সালের ২১ অক্টোবর তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ওই কনস্টেবল। এসময় অভিযুক্ত যুবক মহিলার উদ্দেশে বলেছিলেন, ‘‘কী ডার্লিং, চালান করতে এসেছো নাকি?’’ কনস্টেবল এই মন্তব্যের প্রেক্ষিতে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আপত্তিকর এমন মন্তব্যের অভিযোগে নিম্ন আদালত যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছিলেন। সাজার বিরুদ্ধে পরে উচ্চ আদালতে আবেদন জানান অভিযুক্ত। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭