ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের প্রতি কড়া বার্তা কমলা হ্যারিসের


প্রকাশ: 04/03/2024


Thumbnail

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

তিনি বলেছেন, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় রোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। একই সঙ্গে তিনি হামাসকেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার- বলে উল্লেখ করেন তিনি। খবর এএফপির। 

কমলা হ্যারিস তার বক্তব্যে গাজায় অপর্যাপ্ত ত্রাণসহায়তা নিয়ে ইসরাইলের সমালোচনা করেছেন। গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘ত্রাণসহায়তার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরাইল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। '

ইসরাইলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭