ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপে বাংলাদেশ


প্রকাশ: 04/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়েই বছরের প্রথম আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে শুরুতে টস জিতে ফিল্ডিং করলেও সুবিধা করতে পারেনি টাইগাররা। যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমেও চাপে পড়েছে নাজমুল হাসান শান্তর দল। লংকানদের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বেশ ধাক্কা খেয়েছে টাইগাররা। পাওয়ার প্লে-তে ৩টি সহ ১০ ওভারেই চার উইকেট হারিয়েছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। অ্যাঞ্জেলো ম্যাথিউজের করা প্রথম ওভারের তৃতীয় বলে ভুল শট খেলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন লিটন। কোনো রানই করতে পারেননি তিনি।

সৌম্য সরকারও আজ ১২ রানের বেশি করতে পারেননি। বিপিএলে দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয় ফিরেছেন ৮ রানে। এরপর নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তবে নবম ওভারে পাথিরানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান্তও।

বর্তমানে ক্রিজে থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন জাকের আলী ও মাহমুদুল্লাহ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭