ইনসাইড গ্রাউন্ড

টি-টোয়েন্টিতে আশা জাগাচ্ছে বাংলাদেশ


প্রকাশ: 05/03/2024


Thumbnail

“আপনার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার”— ঠিক যেন তাই ঘটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথেও। নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন, শরিফুলদের দীর্ঘদিনের চেষ্টার যেন প্রতিফলন ঘটছে মাঠের খেলায়।

একটা সময় ছিল, যখন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ২০০ রান মানেই বাংলাদেশের জন্য এক অসম্ভব ব্যাপার। তবে গতকাল (সোমবার) মাহমুদুল্লাহ-জাকের তাদের মারকুটে ব্যাটিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ‘এ যেন এক নতুন বাংলাদেশ’।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে গত বছরটা দারুণ কেটেছে বাংলাদেশের। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে ২০২৩ সালে সাফল্যাঙ্কে বাংলাদেশ সবার উপরে।

ওই বছরে ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১০ জয়ের পাশে ৩টি তে হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এই সময়ে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, একটিতে করেছে ড্র্র।

সে বছর হোমে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০তে হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ২-০, আয়ারল্যান্ডকে ২-১ এ হারিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড সফরে ১-১ এ বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে।

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা আসরের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে  সোমবার থেকে।

সিলেটে অনুষ্ঠেয় ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্যে প্রথমটিতে গতকাল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। যদিও বা ম্যাচটিতে অল্পের জন্য জয়ের মুখ দেখতে পায়নি টাইগাররা। তবুও হারার পরেও টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছে ক্রীড়াপ্রেমীরা। কারণ এদিন বাংলাদেশ গড়েছে এক অনন্য ইতিহাস, ভক্তদের মনে জাগিয়েছে আশা।

এদিন খেলায় শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে পাহাড়সম রান সংগ্রহ করে সফরকারী শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অর্ধেক ইনিংস যেতেই।

তবে সেখান থেকেই ঘটে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটি আর তারপর জাতীয় দলে 'অভিষিক্ত' জাকের আলি অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধ্য সাধনের প্রায় কাছে চলে এসেছিল বাংলাদেশ।  রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ বলে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

এদিন দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক। ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

শেষ পর্যন্ত এদিন ম্যাচ না জিতলেও বাংলাদেশ দল জিতেছে লাখো, কোটি মানুষের হৃদয়। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পাশাপাশি টি-টোয়েন্টির যে মারকুটে খেলা সেই খেলাই এদিন খেলেছে বাংলাদেশ। আর তাই শুধু স্টেডিয়াম নয়, বাংলাদেশ দলের—বিশেষ করে রিয়াদ জাকেরের প্রশংসা করতে ভুলেননি ক্রীড়া প্রেমীরা। সোশ্যাল মিডিয়া তে দিয়েছেন ভালোবাসার বার্তা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পূর্বে বাংলাদেশের এমন পারফরম্যান্স আশা জাগিয়েছে ভক্তদের মনে। তাদের প্রত্যাশা কঠোর পরিশ্রম আর ডেডিকেশন এর সাথে খেলেই বাংলাদেশ দল আগামীতে সফলতার মুখ দেখবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭