ওয়ার্ল্ড ইনসাইড

সুপার টুয়েসডেতে ভাগ্যনির্ধারণ, ট্রাম্প নাকি হ্যালি


প্রকাশ: 06/03/2024


Thumbnail

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি নাকি রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাচ্ছেন, তা অনেকটাই সুপার টুয়েসডের বাছাইয়ে নিশ্চিত হয়ে যাবে। তবে তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।

প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হবে নভেম্বরে । এ নির্বাচনে ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে (৫মার্চ) মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি হতে পারে হ্যালির সামনে শেষ সুযোগ। এদিন যেকোনো একজনের পক্ষে সমর্থন জানাবেন ১৫টি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা।

সুপার টুয়েসডেতে সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট ও ককাস অনুষ্ঠিত হয়। এবারের সুপার টুয়েসডেতে আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়ায় ভোট হবে। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হবে।

রিপাবলিকান পার্টির ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ৮৬৫ জনের সমর্থন ট্রাম্প নাকি হ্যালি পান, সেটিই নির্ধারিত হবে সুপার টুয়েসডেতে। ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতে ও আমেরিকান সামোয়ায় একই দিন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হবে। আলাস্কায় ভোট ৬ এপ্রিল।

অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ‘টাইম জোনে’ ভোট গ্রহণ হওয়ায় ফলাফল পরিষ্কারভাবে জানতে কিছুটা সময় লাগতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭