ক্লাব ইনসাইড

জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘাত, আহত ৭


প্রকাশ: 06/03/2024


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের নতুন কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে হামলা রূপ নেয় সংঘাতে। এতে ছাত্রলীগের দুই নেতাসহ অন্তত ৭ জন আহত হন ।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক থেকে ছাত্রদলের মিছিলটি শুরু হয়ে মীর মোশাররফ হোসেন হলের ফটকে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পথ আটকে ধরে। ফলস্বরূপ উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন ছাত্রনেতা আহত হন। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পান নাঈম নিশান নামে এক ছাত্রলীগ নেতা। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল কাদের মার্জুক বলেন, ‘চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মোশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল- হাসান বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের কথা শুনেছি। শুরুতে আমাকে বলেছিল ছাত্রদলের একজনকে ছাত্রলীগের ছেলেরা হলের ভেতরে আটকে রেখেছে। তবে পরবর্তীতে জানতে পেরেছি সে ছেলেটি কলমায় একটি মেডিকেল সেন্টারে ভর্তি আছে। সে বাড়ি থেকে কিছু টাকা চেয়েছে যেটাকে ছাত্রদলের ছেলেরা বলছে যে মুক্তিপণের জন্য। আসলে মুক্তিপণের ব্যাপারটি সত্য নয়।’

এসময় মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, শফিকুল ইসলাম, রেজাউল আমিন, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ প্রমুখ নেতৃবৃন্দ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭